বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদেকে প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি মেনে চলতে অভ্যস্থ হতে হবে। কারণ দায়িত্বশীল সাংবাদিকতাই পারে জাতিকে পথ দেখাতে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে‘প্রেসকাউন্সিল আইন ও আচরণবিধি’সম্পর্কিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.মরশিদুল ইসলামের সভাপতিত্ব উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসকাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক মোহাম্মদ সামছুল হক। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।
বাংলা৭১নিউজ/জেএস