বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ভোটকেন্দ্রে জালভোটের ছবি তোলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ৩ সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। হামলার পর দুজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্রসাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান।
শনিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এ. সি একাডেমী কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, সকালে চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহানের নেতৃত্বে তার সমর্থকরা এ সি একাডেমী কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছিল। জাল ভোটের ছবি নিতে গেলে তারা তাদের ওপর হামলা করেন।
হামলাকারীরা সাংবাদিক পীযুষ কান্তি আচার্য ও চিত্র সাংবাদিক জাবেদকে মারধর করেন এবং সুমন ও জাবেদের ক্যামেরা ভাঙচুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমআর