শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

‘সরকার বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্ঠায় ব্যর্থ হয়েছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সিলেট অফিস: বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সরকার বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্ঠাও করেছে। অত্যাচার-নির্যাতন ও জেল জুলুমের পরও খালেদা জিয়া সঠিক নেতৃত্বের কারণে তারা বার বার ভাঙনের চেষ্ঠা করেও তাতে ব্যর্থ হয়েছ।’
শুক্রবার বিকেলে কেন্দ্রীয়, মহানগর ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন সিলেট মহানগর বিএনপি।
মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে তিনি আপসহীন নেত্রী। আর এই জন্যই তার ভয়ে ভীত হয়ে বর্তমান অবৈধ সরকার মিথ্যা ও প্রহসনের মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এজন্য তিনি আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান।’ তিনি বলেন, ‘জনগণ জেগে উঠেছে। তাদের সমন্বিত আন্দোলনেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার। আর ওইদিনই হবে সরকারের শেষ দিন। তাদের পতন হবে।’
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুর রকিব তুহিন প্রমুখ। মতবিনিময় সভায় মহানগর বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com