বাংলা৭১নিউজ, ঢাকা: জঙ্গিবাদের কথা বলে সরকার তার অপকর্ম জনগণকে ভুলিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মুদ্রা পাচার মামলায় জজ আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, জঙ্গিবাদের কথা বলে সরকার ব্যাংক লুট, নারী নির্যাতন, গুম-খুনের মতো অপকর্ম জনগণকে ভুলিয়ে রাখতে চায়। আমি মনে করি সরকারের মধ্যেই জঙ্গি রয়েছে, তারাই তাদেরকে লালন করছে।’
শাহ মোয়াজ্জেম হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের ঘরেই আমেরিকা, রাশিয়া, ভারত, চীনপন্থী নেতারা রয়েছে। আপনাদের ঘরের মধ্যেই জঙ্গি রয়েছে।
দেশ আইয়্যামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের শাসনামলে ১ মাসে আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি রিমান্ডে থাকাকালীন অবস্থায় বন্দুক নিহত হচ্ছে। আজব এক দেশে আমরা বসবাস করছি।
গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ মোহাম্মাদ আবু জাফর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, এনডিপির যুগ্ম মহাসচিব শামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ছাত্রদল নেত্রী অন্তরা চৌধুরী প্রমুখ।
বাংলা৭১নিউজ/এম