বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন বিদায়ী ভাষণে ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন দূষণে আজও শীর্ষে ঢাকা যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০ বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম আজ কারামুক্ত হচ্ছেন বাবর ‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান

সরকারের মন্ত্রী ও নেতারা ৫৭ ধারার অপরাধ করছেন-আসাদুজ্জামান রিপন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মো: মেরাজ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ড: আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার চিন্তা করছে সামনে তাদের নিরপেক্ষ বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর এতে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান আসবে দেশে। এজন্য ভয় পাচ্ছে সরকার। তাই বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এ জন্য এখন তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির রিুদ্ধে নানাভাবে অপপ্রচার শুরু করেছেন। তারা নানা প্রযুক্তির মাধ্যমে ছবি নকল করে ফেইচবুকে প্রচার করছে।
এসব মিথ্যা ছবির ওপর আবার সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের মন্ত্রী ও নেতারা বক্তব্য রেখে আইসিটি এক্টের ৫৭ ধারায় অপরাধ করছে। তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী বিরুদ্ধে টু শব্দ করলেই যাকে তাকে গ্রেফতার করা হয়। অথচ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে প্রতিনিয়ত অপ্রচার চালালেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। কারণ এর সাথে সরকার জড়িত। সরকার জড়িত না থাকলে ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান। জনাব রিপন আরো বলেন, সংবিধানের ১৬তম সংশোধনী নিয়ে আদালতের রায়ের ব্যাপারে অর্থমন্ত্রী যা বলেছেন তা পাগলামী ছাড়া আর কিছুনা। আর এ কথা যদি সরকারে হয়ে থাকে তবে সরকার আদালতকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করাচ্ছেন। কারণ আদালত সরকারের কথায় চলবে না। আদালত সংধিান সমপর্কে ব্যাখ্যাসহ যে কোন রায় দিতে পারেন। রিপন আরো বলেন, বিএনপিতে যেন কোন তুফান সরকার, চোর ও লোটপাটের জায়গা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাতে হবে।
রিপন শনিবার (৫ আগষ্ট) দুপুরে শেরপুর জেলা বিএনপি অফিসে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহনাগর (উত্তর) এর ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা এমদাদুল হক মাষ্টার। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার এক তরফা নির্বাচনের নীর নকশা একে আবার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চান। কিন্তু তাদের এ স্বপ্ন কোনদিনই পুরণ হবে না। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, দেশনেত্রী চিকিৎসা গ্রহনের জন্য বিদেশ গেছেন এটা নিয়ে সরকারী দলের মন্ত্রী এমপিরা নানা মিথাচার করছেন। তাদের জানা উচিৎ সাবেক সেনা শাসিত সরকারের সময় তাদের নেত্রীই ভয়ে দেশ ছেড়েছিলেন। আর খালেদা জিয়া দেশ না ছাড়ার কারণে তাদের নেত্রী আবার দেশে আসতে পেরেছিল। কাজেই আমাদের দেশনেত্রীর শরীরে এক বিন্দু রক্ত থাতেও দেশেই ফিরে আসবেন। কারণ বেগম জিয়া হচ্ছেন এদেশের মাটি ও মানুষের নেত্রী। তিনি সরকারের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com