শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন : চট্টগ্রামে পুলিশের বাধা ভেঙে সড়ক অবরোধ কোটাবিরোধী আন্দোলনের কারণে অচল পুরান ঢাকা ‘শরবত বুইলি আমাদের বিষ খাওয়ায় মা, বুইনডা মোইরি গিছে’ আগস্টে ঢাকার চার খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত অভিযান ৬ পার্কে প্রবেশে বাড়তি ফি প্রত্যাহারের দাবি রথযাত্রা উপলক্ষ্যে যে ট্রাফিক নির্দেশনা দিলো ডিএমপি তিস্তা মহাপরিকল্পনা ভারত ও চীনের টানাটানিতে বাংলাদেশের ভোগান্তি গুলিস্তানে ১৭০টি মোবাইলসহ পাঁচ চোরাকারবারি গ্রেপ্তার রপ্তানিতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিটিএমএ থেমে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেলো দুই হেলপারের শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে: খাদ্যমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলন, ২০ কিলোমিটার যানজট ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধু নিহত বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: দীপু মনি শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বন্যাক্রান্ত ১৫ জেলা, ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ ভারতের সঙ্গে সম্পর্ক এখন কারো গায়ে চুলকায়, কারো অন্তরে জ্বালা: কাদের কোটা এবং পেনশনবিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন আছে: ফখরুল পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশ প্রেগনেন্সির গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে ‘কেয়ার বাংলাদেশ’

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাশ বলেছেন, গণমানুষের পাশে দাঁড়িয়ে শতাধিক দেশে কাজ করার ইতিহাস নিয়ে আমরা এ বছর বাংলাদেশে ৭৫তম বছর পূর্ণ করেছি। বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশ সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে এই সুদীর্ঘ মাইলফলক ছোঁয়ার মাহেন্দ্রক্ষণটি আমরা সউৎসাহে উদযাপন করছি।

শনিবার (২৯ জুন) সংস্থাটির ঢাকা কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

এসময় রাম দাশ প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। রাম দাশ জানান, আনুষ্ঠানিকভাবে বর্তমান বাংলাদেশে কেয়ার ১৯৪৯ সালে যাত্রা শুরু করে। ১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কেয়ার বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গত কয়েক দশক ধরে বাংলাদেশ সরকারের বিশ্বস্ত উন্নয়নের অংশীদার হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কেয়ার বাংলাদেশের পরিচালক (কমিউনিকেশনস) টনি মাইকেল বিগত ৭৫ বছরের ইতিহাস নির্ভর কেয়ার বাংলাদেশের কার্যক্রম উপস্থাপনা করেন। পরে বিকেলে কেয়ার বাংলাদেশ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ৭৫ বছর পূর্তি উদযাপনের সূচনা উপলক্ষ্যে কেয়ার বাংলাদেশ বিশেষ লোগো উন্মোচন করে।

এসময় কেয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল নান এ উদযাপনে অনলাইনে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে তার সহকর্মীদের শুভেচ্ছা জানান।

কেয়ার বাংলাদেশ বর্তমানে একাধিক ক্ষেত্রে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি, নারী ও যুব ক্ষমতায়ন, হিউম্যানিটারিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এবং শিগগিরই খাদ্য ও কৃষি ব্যবস্থায়ও কাজ করার লক্ষ্য রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com