বাংলা৭১নিউজ, ডেস্ক: এই প্রথম বাংলাদেশ সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার কোনো অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক। গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের কয়েকটি অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু তথ্য দিয়েছে। ফেসবুকের গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্টে ফেসবুক জানিয়েছে, অপরাধবিষয়ক কিছু আবেদনে তারা সাড়া দিয়েছে। প্রতিটি অনুরোধের আইনি বিষয় যাচাই করা হয়েছে এবং কিছু আবেদন নাকচ করা হয়েছে অথবা আরো তথ্য চাওয়া হয়েছে।
ফেসবুকের রিপোর্টে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১২টি অনুরোধ করা হয়। এসব অনুরোধে ৩১ ব্যবহারকারী অথবা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়। ফেসবুক এই অনুরোধে ১৬ দশমিক ৬৭ শতাংশ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক।
রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশের আইন অনুযায়ী সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অনুরোধে চারটি কনটেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক।
এর আগে গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনটি অনুরোধে তিনটি ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার।
এরও আগে ২০১৪ সাল থেকে ওই বছর ডিসেম্বর পর্যন্ত পাঁচটি অনুরোধে পাঁচ ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাতটি অনুরোধে ১৭ ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে এবং ২০১৩ সালের জানুয়ারি থেকে ওই বছর জুন পর্যন্ত এক অনুরোধে ১২ ব্যবহারকারী বা অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিল সরকার। তবে প্রতিটি ক্ষেত্রেই কোনো তথ্য দেওয়া থেকে বিরত ছিল ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক রিপোর্টে আরো বলা হয়, ২০১৩ সাল থেকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের আইন অনুযায়ী সরকারের সমালোচনার অভিযোগে তিনটি কনটেন্ট নিষিদ্ধ করা হয়।
ফেসবুকের গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট সূত্রে জানা গেছে, গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত সরকারে পক্ষ থেকে পাঁচ হাজার ৫৬১ অনুরোধে সাত হাজার ১৮ ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়। ফেসবুক ৫০ দশমিক ৮৭ ক্ষেত্রে সরকারকে কিছু তথ্য দিয়েছে। আর ভারত সরকারের অনুরোধ এবং দেশটির হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৪ হাজার ৯৭১ কনটেন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।
গত বছর একই সময়কালের মধ্যে পাকিস্তানের সরকার ফেসবুকের কাছে ৪৭১ অনুরোধে ৭০৬ ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চায়। ৬৬ দশমিক ৪৫ ক্ষেত্রে কিছু তথ্য দিয়েছে ফেসবুক। আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার অনুরোধে কয়েকটি কনটেন্ট তারা বন্ধ করে দিয়েছে।
বাংলা৭১নিউজ/এএফএইচ