শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক: কর্নেল অলি হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারতের রাজনীতিতে বাংলাদেশিদের যেভাবে অবজ্ঞার পাত্র বানানো হল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জাহাজে আগুনের পর সমুদ্রে লাফ, এক নাবিকের মৃত্যু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, জেলাজুড়ে জলাবদ্ধতা হাইতিতে অপরাধী চক্রের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৭০ ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন খালেদা জিয়ার বাসভবনে বালুর ট্রাক, মামলা হলো হাসিনার বিরুদ্ধে দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন শেরপুরে বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ তিন চুক্তি করেও চাল না দেওয়া মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা মেয়েকে হত্যার পর মরদেহ নিয়ে বসেছিলেন মা ৪ হাজার টাকার সুদ দেড় লাখ! জমি লিখে নেন এনজিও মালিক বিশ্ব শিক্ষক দিবস আজ ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে বসছে বিএনপি

সব এমপির সম্পদের হিসাব প্রকাশ করা হোক: গয়েশ্বর

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে

২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সব এমপির সম্পদের হিসাব প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের টাকা বিদেশে যাচ্ছে। সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের সাড়ে তিন হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। হলমার্ক কেলেঙ্কারি নিয়ে কথা উঠলো পার্লামেন্টে। তখন অর্থমন্ত্রী বললো সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকা হইলো। আর ব্যাংকে টাকা নড়ে চড়েনি সেটার জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছে।’

তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সব এমপির সম্পদের হিসাব প্রকাশ করা হোক। প্রধানমন্ত্রীর ছোট বোন রেহানার দেশ-বিদেশে কত সম্পদ আছে সেগুলো প্রকাশ করা হোক। জনগণের ভোটে যদি আওয়ামী লীগ নির্বাচিত হতো তাহলে জনগণকে জবাবদিহিতা করতে হতো। কিন্তু দেশটা তো আর জনগণের হাতে নেই।’

গয়েশ্বর বলেন, ‘বিদ্যুৎখাত টাকা লুট করার অন্যতম খাত। মেগা প্রজেক্ট মানে মেগা চুরি। কুইক রেন্টাল মানে কুইক চুরি। আমাদের স্বপ্ন দেখিয়েছিল ঘরে ঘরে বিদ্যুৎ। এই কুইক রেন্টাল জনগণের ওপর বোঝা। বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদের চার্জ দিতে হবে। গত ১০ বছরে আওয়ামী লীগের লোকজন ৬০ হাজার কোটি টাকা নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন পরপরই বিদ্যুতের দাম বাড়ে। যতবারই দাম বাড়ে ততবার আওয়ামী লীগের দাম কমে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এসময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com