বাংলা৭১নিউজ, ঢাকা: প্রশাসনে ছয় অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে তাদের পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করে।
মো. নূরুন্নবী তালুকদারকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব, মুহাম্মদ আবদুল্লাহকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর, কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অশোক মাধব রায়কে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, এনএম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংষ্কার) এবং নাজিমউদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।
ভারপ্রাপ্ত হিসেবে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলা৭১নিউজ/এস