সোমবার, ১৭ জুন ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

সংবিধান ও আইন মেনেই কারাগারে আদালত বসানো হয়েছে: আইনমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা না করে কারাগারে কোর্ট স্থাপন করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি বিধিসম্মত নয় বলে যে বিতর্ক চলছে তা দু:খজনক বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।তিনি আজ বুধবার বাংলা৭১নিউজকে  বলেন, যারা সমালোচনা করছেন তারা জেনেশুনেই আইনের সঠিক ব্যাখ্যা দিচ্ছেন না।

সংবিধানের ৩৫ অনুচ্ছেদ।

আইনমন্ত্রী বলেন, সরকার প্রয়োজনে এবং বিচার কার্যের সুবিধার্থে যে কোন স্থানে আদালত স্থাপন করতে পারেন। তিনি বলেন, মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই কারাগারে আদালত বসানো হয়েছে।তিনি বলেন,  এটা ক্যামেরা ট্রায়াল যারা বলছেন তারা আইনের অপব্যখ্যা করছেন।

আইনমন্ত্রী বলেন, যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, ওই প্রজ্ঞাপনের মধ্যে প্রজ্ঞাপন জারির সব কারণই স্পষ্ট করে বলা আছে। তিনি বলেন, ক্যামেরা ট্রায়ালের সংজ্ঞা হচ্ছে- যেখানে কাউকে কোনো ‘পাবলিক বা মিডিয়া’কে প্রবেশ করতে দেওয়া হবে না। যেখানে শুধু বিচারক, আসামি আর প্রয়োজন হলে তাঁর আইনজীবীকে রাখা হয়। এমনকি তাঁর কোনো তথ্যাদি প্রকাশও করা যাবে না। এমন যদি হয়, তাহলে ক্যামেরা ট্রায়াল হয়।

আইনমন্ত্রী একজন আইন বিশেষজ্ঞর নাম উল্লেখ না করে বলেন, কারাগারে আদালত স্থাপন নাকি সংবিধান সম্মত হয়নি। এর জবাবে তিনি সংবিধানের ৩৫ অনুচ্ছেদটি তুলে ধরেন।

‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডউর’ এর সেকশন ৯ এর ১ ও ২

এই অনুচ্ছেদে বলা আছে- সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুসারে অপরাধ হিসেবে কার্য সংঘটনকালে বলবৎ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দন্ড দেয়া যেত তাকে তার অধিক বা তা থেকে বিবেচ্য ভিন্নতর দন্ড দেয়া যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনত প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী। কোনো ব্যক্তিকে অত্যাচার করা কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দন্ড দেয়া বা তার সঙ্গে তদ্রূপ  ব্যবহার করা যাবে না।

এপ্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়িই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এখানে সংবিধানের লংঘন তারা কোথায় দেখলেন, তা বোধগম্য নয়।

আইনমন্ত্রী আনিসুল হক ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডউর’ এর সেকশন ৯ এর ১ ও ২ উপস্থাপন করে বলেন, সরকার প্রয়োজন মনে করলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোন স্থানে আদালত স্থাপন করতে পারেন।

তিনি প্রত্যাশা করেন, কারাগারে কোর্ট স্থাপন করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি বিধিসম্মত নয় বলে যে বিতর্ক উঠেছে আসা করি তার অবসান ঘটবে।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com