সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাস জমির খোঁজে নির্বাচন কমিশন গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন জাল সনদে চাকরি করে সরকারি বেতন তুলছেন নওগাঁর ১০ শিক্ষক কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিলেন বাইডেন জুলাই-আগস্ট গণহত্যা : ১৩ আসামির বিরুদ্ধে শুনানি শুরু শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘সিঙ্গেল ইস্যুতে’ সীমাবদ্ধ নয়: প্রণয় ভার্মা ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে বের করে দিল শ্রমিক-কর্মচারীরা ৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ মুখপাত্র নিহত শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩৮৯ রোগী হাসপাতালে, মৃত্যু ৮ এ যুদ্ধ তো হবেই, কোন না কোন ফর্মেটে: উপদেষ্টা মাহফুজ কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন ২৭ দেশের রাষ্ট্রদূতরা ‘আন্তর্জাতিক আদালতেও জুলাই গণহত্যা ও গুম-খুনের বিচার হবে’ কথা দিচ্ছি, সুযোগ দিলে সংস্কার শেষে কাঙ্ক্ষিত নির্বাচন দেব ঢামেক হাসপাতাল থেকে ফের ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সংখ্যা বড় নয়, সংসদে আমরাই বিরোধী দল: জাপা মহাসচিব

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে দলীয়ভাবে জাতীয় পা‌র্টি একমাত্র বিরোধী দল ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তি‌নি ব‌লে‌ছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী, সেটা মূল জিনিস।

সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় চুন্নু ব‌লেন, সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন, বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।

চুন্নু আরও বলেন, আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। স্পিকারের এই সিদ্ধান্ত নজির হিসেবে কাজ করবে। জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমু‌দের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। মানুষের আশা যে, জাপা আসলেই বিরোধী দল, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার। মানুষের মধ্যে সমালোচনা ছিল, গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয়, সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা ভূমিকা আগামীতে রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো।

এদিকে, জিএম কা‌দের ও মু‌জিবুল হক চুন্নু‌কে দল থে‌কে অব‌্যাহ‌তির বিষয়‌টি আম‌লে নেন‌নি ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন দলের মহাস‌চিব। 

তি‌নি ব‌লেন, উনি (রওশন এরশা‌দ) খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, যা খুবই দুঃখজনক।

রওশন এরশা‌দের ঘোষণায় জাপায় কোনও অস্বস্তি নাই জানিয়ে মহাস‌চিব বলেন, রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনও অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নিই না। তা‌কে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে। আর তার সঙ্গে যারা র‌য়ে‌ছেন, তারা কেউ দলের কোনও পদ হোল্ড করেন না। এমনকি, সাধারণ মেম্বারও না

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com