বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার উপজেলা জাসদের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী গত ১৮ মে এ কমিটি অনুমোদন দিয়েছেন। এর আগে গত ৪ মে উপজেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাডভোকেট রবিউল ইসলাম কাজী জিন্নাতুন নুরকে সভাপতি, নুরুল আমীনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি নিরাপদ বিশ্বাস, মনোরঞ্জন ম-ল, আমিনুর রহমান লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক-মীর আবদুর রাজ্জাক রাজা, কোষাদ্যক্ষ মোহিত কুমার সেন, দপ্তর সম্পাদক ওলিয়ার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল ওয়াহ্হাব প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস