বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে শুক্রবার দিনব্যাপি মুজদিয়ায় কবি কাজী কাদের নওয়াজের ‘কবিভবন’ চত্বরে বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার আশা সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সদস্য ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের প্রশাসনিক প্রধান জাহিদুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক জাহিদ রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যগণ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস