গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের লাঠি হাতে নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) সকালের এই বিক্ষোভের সময় এক ঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীর রাজপথে রয়েছে। বিএনপি গ্রেফতার মিথ্যা মামলা ভয় করে না। এত অত্যাচার-নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের টানা অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব নেই জেলার কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকায়। বরং প্রথম দিনের তুলনায় অনেকটা ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। এমনকি প্রথমদিনের তুলনায় রাস্তা-ঘাটে বেড়েছে যানবাহনের সংখ্যা।
অন্যদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমেছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, আমার থানার উল্লেখযোগ্য সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রেখেছেন।
বাংলা৭১নিউজ/আরএম