বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদিশার বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন আহত শিক্ষার্থীরা কুমিল্লায় নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি-খেলাফত মজলিস সংলাপ সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব বাণিজ্যে বৈচিত্র্য আনতে মিশনগুলোর সঙ্গে বিনিয়োগ আলোচনা দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ ‘প্রতিশোধের’ লড়াইয়ে চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে ঢাকা প্লেনে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকদের রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি ক্যাটরিনার মতো ফিগার আর গ্ল্যামার চান? মেনে চলুন এসব নিয়ম সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ আরব ও মুসলিম দেশগুলোর প্রতি যে আহ্বান জানালেন এরদোগান রাজধানীতে দুজনকে কুপিয়ে নগদ টাকা মোবাইল ছিনতাই

শ্রীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন শ্রমিক সোনিয়া, লিমা, সুজন, রইসউদ্দিন, শুক্কুর আলী, ইকবাল, ইয়াসিন আলী ও শাহজাহান। তাদের মধ্যে সুজনের বাঁ পা গুরুতরভাবে কেটে গেছে।

কারখানার শ্রমিক আজিজুল হক জানান, উৎপাদন চলাকালে আজ সকাল ৯টার দিকে স্যাম্পল বিভাগে হঠাৎ বিকট শব্দে একটি ছোট বয়লার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে কারখানার টিনের চালা ছিদ্র হয়ে উড়ে যায়। ওই সময় আর্কিটেকচারাল গ্লাস (থাই গ্লাস) ভেঙে বেশ কয়জন শ্রমিকের শরীরে বিদ্ধ হয়। এ ছাড়া বিস্ফোরিত বয়লারের উত্তপ্ত পানিতে কয়েকজন দগ্ধ হয়েছেন।কারখানার বৈদ্যুতিক বিভাগের ইনচার্জ সোহেল রানা জানান, স্যাম্পল বিভাগে স্থাপন করা বয়লারটি তারা সকাল ৮টার দিকে চালু করেন।

সেটিতে তখন পানি ছিল কি না খেয়াল করেননি। পানি না থাকায় গরম হয়ে যখন স্ট্রিম আউট লাইন ছেড়েছে, তখনই বিস্ফোরণ ঘটে। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম আর শিপু চৌধুরী জানান, উৎপাদন চলা অবস্থায় পাঁচ কেজি ক্যাপাসিটির ছোট একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে ১২ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আলিম বিশ্বাস বলেন, ‘আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা কেউ দগ্ধ নন, গুরুতরও নন কেউ। তবে আহত একজনকে তার স্বজনরা মমেক হাসপাতালে নিয়ে গেছেন।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নুল আবেদীন মণ্ডল বলেন, ‘বয়লার বিস্ফোরণের খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ সেখানে পৌঁছে। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com