দ্রুত শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
তিনি বলেন, খেটে খাওয়া মানুষরা যেন ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে নিশ্চিন্তে ভাগাভাগি করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে পার্টির যুগ্ম আহবায়কদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন রওশন এরশাদ।
এসময় তিনি ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া ঈদযাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তাও নিশ্চিত করার কথা বলেন।
রওশন এরশাদ বলেন, কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা যেন ঈদ আনন্দকে ম্লান না করে। সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জরুরি এই সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান। বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ।
তিনি জানান, ঈদের পর কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে ঈদ পুনর্মিলনী করা হবে। জাতীয় সম্মেলনকে সামনে রেখে রওশন এরশাদের উপস্থিতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভাও করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ