শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘পলো বাওয়া উৎসব’ দেখতে আদমপুর বিলে মানুষের ঢল বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

শোভাযাত্রার শাড়ি দেওয়া-নেওয়া নিয়ে ঢাবি হলে সংঘর্ষ, আহত ৪

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

শাড়ি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া হাতাহাতি ও সংঘর্ষ চলে রাত ১০টা পর্যন্ত।

পরে প্রক্টর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতার ছাত্রী হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক ও হলের সাবেক সাধারণ সম্পাদক রনক জাহান রাইন, প্রশিক্ষণ উপসম্পাদক তানিয়া আক্তার তাপসী, ছাত্রলীগ কর্মী সুলতানা ও সাধারণ শিক্ষার্থী শাহিদা আক্তার। আহতরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে শাড়ি পরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার নারী নেতাকর্মীরা অংশ নেন।

কিন্তু বঙ্গমাতা হলের শিক্ষার্থী ছাত্রলীগের সাবেক প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক তানিয়া আক্তার তাপসী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওই হলের সভাপতি-সেক্রেটারির সঙ্গে না গিয়ে আলাদা গ্রুপ নিয়ে অংশগ্রহণ করতে চান এবং তার অনুসারীদের জন্য আলাদা শাড়ি দাবি করেন। কিন্তু সভাপতি-সেক্রেটারি তাদের শাড়ি দিতে অস্বীকৃতি জানান।

এরপর তাপসী তার অনুসারীদের নিয়ে আলাদাভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় হলে ফিরে গেলে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। হলের সভাপতি-সাধারণ সম্পাদক তাপসীকে হল থেকে বের দেওয়ার হুকমি দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হাতাহাতি এবং সংঘর্ষের সৃষ্টি হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমকে বলেন, শাড়ি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তদন্ত করে আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com