শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে চিঠি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ পূজামণ্ডপে থাকবে দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী এইচএসসির ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে আ.লীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার, ৯২টি গুলি ব্যবহারের স্বীকারোক্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৮২তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বিবাদ-বিদ্বেষ নয়, জাতীয় সংহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: নুর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২ ১০ বছরের আক্ষেপ মিটিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের টাইম ম্যাগাজিনের ‘হানড্রেড নেক্সট’ তালিকায় উপদেষ্টা নাহিদ এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে ব্যবস্থা সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল ডিসি নিয়োগে লেন‌দে‌নের অভিযোগ তদন্তের নি‌র্দেশ, দা‌য়ি‌ত্বে ৩ উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আবু সাঈদ হত্যা মামলায় ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেষ বলের জয়ে ছয় বছর পর ইসলামাবাদ চ্যাম্পিয়ন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

সোমবার রাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল)) ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের মধ্যে লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। করাচি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে শেষ বলে জিতে ছয় বছর পর চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ।

এদিন মুলতান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে। জবাবে শেষ বলে চার হাঁকিয়ে ৮ উইকেট হারানো ইসলামাবাদ জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে পিএসএল’র ইতিহাসে সর্বোচ্চ তিনটি শিরোপা জয়ের রেকর্ড গড়ে ইসলামাবাদ। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে টানা তিনটি ফাইনাল হারের কষ্টে নীল হয় মুলতান। এর আগে তারা ২০২২ ও ২০২৩ সালের ফাইনালেও হেরেছিল।

অবশ্য ইসলামাবাদের জয়ের নায়ক ছিলেন ইমাদ ওয়াসিম। তিনি বল হাতে প্রথমে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে মুলতানের রান নাগালে রাখেন। এরপর ব্যাট হাতে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ফাইনালের ম্যাচসেরাও হন তিনি। আর ৩০৫ রান ও ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মুলতান। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান ও উসমান খান চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৯.৫ ওভারের মাথায় দলীয় ৬৭ রানের সময় রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি। অধিনায়কের ব্যাট থেকে আসে ৩ চারে ২৬ রান।

৮৫ রানের মাথায় নতুন ব্যাটসম্যান জনসন চার্লস ফেরেন ব্যক্তিগত ৬ রানে। ১১৪ রানের মাথায় ফেরেন একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা উসমান খান। তিনি ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৭ রান করে যান।

সেখান থেকে দ্রুত চারটি উইকেট হারায় মুলতান। ১২০ রানের সময় উসামা মীর (৬), ১২৬ রানেই খুশদীল শাহ (১১) ও ক্রিস জর্ডান (০) ফিরেন এবং ১২৭ রানে আব্বাস আফ্রিদি (১)। সেখান থেকে মুলতানের দলীয় সংগ্রহ ১৫৯ পর্যন্ত যায় ইফতিখার আহমেদের ব্যাটে ভর করে। তিনি ২০ বলে ৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন।

বল হাতে ইমাদের ৫ উইকেটের বাইরে শাদাব খান নেন ৩ উইকেট। ৪ ওভারে ৩২ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি।

রান তাড়া করতে নেমে ইসলামাবাদও ৫৫ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। কলিন মানরো (১৭), আগা সালমান (১০) ও শাদাব খান (৪) ফিরেন দ্রুত। সেখান থেকে মার্টিন গাপটিল ও আজম খান দলকে লড়াইয়ের মঞ্চে তোলেন ৪৭ রানের  জুটি গড়ে।

দলীয় ১০২ রানের মাথায় গাপটিল ফিরেন ফিফটি করে। ৩২ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করেন তিনি। ১২১ রানের মাথায় ফেরেন আজমও। তিনি ২২ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩০ রান। এরপর ১২৮ রানে হায়দার আলী (৫) ও ১২৯ রানে ফাহিম আশরাফ (১) আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে ইসলামাবাদ।

কিন্তু সেটা সামাল দিয়ে দলকে লড়াইয়ে রাখেন ইমাদ ও নাসিম শাহ। তারা দুজন ১৬ বলে ৩০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৫৯ পর্যন্ত নিয়ে যান। অর্থাৎ স্কোর লেভেল করেন। জিততে শেষ দুই বলে প্রয়োজন ছিল ১ রান। কিন্তু পঞ্চম বলে নাসিম আউট হয়ে যান ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে।

তাতে শেষ বলে জিততে ১ রান প্রয়োজন ছিল ইসলামাবাদের। নতুন ব্যাটসম্যান হুনাইন শাহ ব্যাকওয়ার্ড পয়েন্ট ও শর্ট থার্ডম্যানের মধ্যখানের গ্যাপ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। আর উল্লাসে ভাসান দলের খেলোয়াড়, কোচ-কর্মকর্তা, ভক্ত-সমর্থক সবাইকে।

বল হাতে ২টি করে উইকেট নেন মুলতানের খুশদীল শাহ ও ইফতিখার আহমেদ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com