শুরুতে ঝড় উঠিয়েছিলেন অ্যালিসা হিলি। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন অজি নারী দলের অধিনায়ক। তবে তাকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছিলেন নাহিদা। মাঝের ওভারে অস্ট্রেলিয়াকে ঠিকই চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষের তিন ওভারেই যেন বদলে গেল চিত্র।
শেষ দিকের ঝড়ে তাহলিয়া ম্যাকগ্রা এবং গ্রেস হ্যারিস বাংলাদেশের কাছ থেকে নিয়ে গেলেন ম্যাচের নিয়ন্ত্রণ। ১৮তম ওভারে শরীফা দিয়েছিলেন ১৯ রান। এরপর নাহিদার ওভারেও এসেছিল ১৪ রান। আর শেষ ওভারে তৃষ্ণা হজম করেছেন ১৪ রান। তাতেই অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
বাংলা৭১নিউজ/এসএইচ