বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

শেখ জামালকে সেমিতে নিলেন ওয়েডসন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ড্র করলেই সেমিফাইনাল, এমন সমীকরণ সামনে রেখে কাল মাঠে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু ড্র নয়, হেসেখেলেই জিতেছে শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠল দলটি। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়াচক্র।
শেখ জামালের গোল তিনটি এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং দারবোয়ে ও ওয়েডসন আনসেলমের। পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন মুক্তিযোদ্ধার মোবারক।
‘এ’ গ্রুপে ৪ ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। ২২ এপ্রিল চট্টগ্রাম আবাহনীর সঙ্গে তাদের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। ৫ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা দুইয়ে থাকলেও সেমিতে ওঠার জন্য তাদের তাকিয়ে থাকতে হবে অনেক ‘যদি-কিন্তু’ সমীকরণের দিকে।
এবারের স্বাধীনতা কাপে মুক্তিযোদ্ধার জয় মানেই যেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আবু মুসার গোল। ৫ ম্যাচের যে তিনটিতে গোল পেয়েছেন মুসা, সেই ম্যাচগুলোতে জিতেছে মুক্তিযোদ্ধা। কিন্তু কাল মুসাকে একরকম বোতলবন্দীই করে রাখে শেখ জামাল। এরপরও মুসার একটি শট সাইড পোস্টে লেগে ফেরে। অন্যটি বারের ওপর দিয়ে তুলে দেন।
মুক্তিযোদ্ধার আছে একজন মুসা। কিন্তু শেখ জামালের আক্রমণভাগে যে ত্রিফলা! ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিং। ওয়েডসন দুটি গোল করিয়েছেন, নিজে করেছেন একটি।
১৪ মিনিটে ওয়েডসনের ক্রস থেকে এমেকা শেখ জামালকে প্রথমে এগিয়ে নেন। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ল্যান্ডিং। এবারও বলের জোগানদাতা সেই ওয়েডসন। ৪৫ মিনিটে বক্সের মধ্যে থেকে ওয়েডসনের জোরালো শটে স্কোর ৩-০। ৪৯ মিনিটে মুক্তিযোদ্ধাকে পেনাল্টি উপহার দেন শেখ জামালের গোলরক্ষক হিমেল। মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড তৌহিদুল বল নিয়ে বক্সে ঢুকলে মুখে ঘুষি মারেন তিনি। পেনাল্টি থেকে গোল করেন মোবারক হোসেন (৩-১)।
টানা ম্যাচ খেলে ক্লান্ত শেখ জামাল। কাল ম্যাচ শেষে কোচ শফিকুল ইসলাম মানিকও সেটাই বললেন, ‘এএফসি কাপ ও ঘরোয়া টুর্নামেন্টে মিলিয়ে এত ফুটবল খেলতে হচ্ছে ছেলেদের, ওরা ঠিকমতো বিশ্রামই পাচ্ছে না। আজ আমরা আরও বেশি গোল পেতে পারতাম। কিন্তু ৩ গোলের পর ছেলেরা নির্ভার হয়ে খেলেছে।’
হোম ও অ্যাওয়ে মিলিয়ে এএফসি কাপে ৬টি ম্যাচ খেলার কথা শেখ জামালের। এরই মধ্যে ৪টি শেষ। সব ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতেই শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৬ এপ্রিল খেলবে সিঙ্গাপুরের টেম্পাইনস রোভার্সের সঙ্গে। এর আগে ২২ এপ্রিল খেলতে হবে স্বাধীনতা কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। টেম্পাইন রোভার্সের সঙ্গে খেলতে নামার আগে তাই জয়ের ধারায় থাকতে চাইছেন শেখ জামাল কোচ, ‘ঘরের মাঠে টেম্পাইন রোভার্সের সঙ্গে অন্তত সম্মানজনক একটা ফল চাই। ছেলেদের আত্মবিশ্বাস ধরে রাখতে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে জয়ের বিকল্প নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com