বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। রানআউট হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল।
প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫২/২। মুমিনুল হক ৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৪ রানে ব্যাট করছেন।
রানের পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৪১ রান। ২৪ রানের সঙ্গে তিন যোগ করেই ঝুঁকিপূর্ণ ডাবল নিতে গিয়ে রানআউট হন তামিম ইকবাল।
এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬ করেন।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।
বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বাংলা৭১নিউজ/এম