বাংলা৭১নিউজ,ঢাকা: আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টের দমন আর সজ্জন রক্ষায় মহাবতার শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে মানুষরূপে আভির্ভূত হন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ পূজা অনুষ্ঠিত হয়। এসময় কীর্তন ও যজ্ঞ পালন করেন ভক্তরা।
পুরোহিতরা ভক্তদের মাঝে চন্দ্রামিত বিতরণ করেন। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড় থেকে ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর মিছিল বের করবে সার্বজনীন পূজা উদযাপন কমিটি।
এছাড়াও, রাতে কৃষ্ণপূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে কৃষ্ণভক্তরা। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করে থাকেন ভক্তরা। মন্দির ছাড়াও কৃষ্ণভক্তরা ঘরে ঘরে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করে থাকেন।
বাংলা৭১নিউজ/এসএইস