নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি সকাল সাড়ে ১০টায় নদীতে ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মরদেহটি আমরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনো নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহটি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশকে দেওয়া হবে। এটি নৌ পুলিশের এরিয়াতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মিজানুর রহমান জানান, নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানাে হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
বাংলা৭১নিউজ/এসএন