বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট এলাকায় অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে কেউ নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় ঝড়ের সময় ট্রলার ডুবে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ট্রলারটি নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরের দিকে যাচ্ছিল। ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে চার-পাঁচজন ছিলেন নারী। ট্রলারটি ঘাট ছেড়ে অল্প দূরে যাওয়ার পরপরই বাতাসে ও ঢেউয়ের দাপটে উল্টে যায়। যেখানে ট্রলারটি উল্টে যায় সেখানে পানি বেশি ছিল না। ঘটনার পরপর অন্যান্য নৌকার মাঝিরা যাত্রীদের উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/সিএইস