বাংলা৭১নিউজ,ঢাকা: খাদ্য মন্ত্রণালয়, অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে শূন্য পদের বিষয়টি উপস্থাপন করা হয়। এ সময় নিয়োগবিধি সংশোধন ছাড়াও নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ে প্রথম শ্রেণির ১৯টি, দ্বিতীয় শ্রেণির ১৪টি, তৃতীয় শ্রেণির ১৭টি এবং চতুর্থ শ্রেণির তিনটিসহ মোট ৫৩ পদ শূন্য রয়েছে।
খাদ্য অধিদফতরে প্রথম শ্রেণির ৩১৯, দ্বিতীয় শ্রেণির ৫৫৪, তৃতীয় শ্রেণির দুই হাজার ৫৮০ এবং চতুর্থ শ্রেণির ১৩৭৩টিসহ মোট ৪৮২৬ পদ শূন্য রয়েছে।
এছাড়া বাংলাদেশ নিবরাপদ খাদ্য কর্তৃপক্ষে প্রথম শ্রেণির ১১, তৃতীয় শ্রেণির ১১৮ এবং চতুর্থ শ্রেণির ৮০টিসহ (আউট সোসিং) মোট ৩১৬ পদ শূন্য রয়েছে।
খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকরী এবং মন্ত্রণালয়ের কার্যক্রমকে বেগবান করতে জনবল সংকট নিরসনে শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিত ও খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদারের পরামর্শ দেয়া হয়। পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহের জন্য সুপারিশ করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক করে সমস্যা সমাধানের সুপারিশ করা হয়।
ধান, গম ও অন্য খাদ্যশস্যের প্রকৃত সরকারি ধার্যমূল্য যাতে কৃষক পায় সে জন্য প্রয়োজনীয় তদারকি জোরদারসহ বিদেশি চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দেয় কমিটি।
দেশে যাতে কোনো ধরনের কৃত্রিম খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য চাল মজুদের ক্ষেত্রে যে হিসেব প্রদর্শন করা হয় এবং প্রকৃতপক্ষে গুদামে চালের সেই পরিমান মজুদ আছে কিনা বা সরবরাহ হচ্ছে কিনা সে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখাতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
কমিটি সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, মো. আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মো. আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান, আঞ্জুমান সুলতানা উপস্থিত ছিলেন।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসকে