বাংলা৭১নিউজ,ঢাকা: বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডিতে সংসদ সদস্যরা থাকতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত প্রবিধান মালার ৫ ও ৫০ ধারা অবৈধ ঘোষণা করেছে আদালত। রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের বিশেষ কমিটি বাতিল চেয়ে করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। গত ১৯ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।
এদিকে, রায়ের কপি প্রকাশের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় তিনি আরো জানান, বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষার যাদের গাফিলতিতে ভুল ফল প্রকাশ হয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইস