শুক্রবার (৩ জুন) পরীক্ষা চলাকালে গোয়েন্দা সংস্থা এনএসআই তাদের আটক করে।
এনএসআই নওগাঁ অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষার হলে অবস্থান নেয়া হয়। এ সময় নওগাঁ পৌরসভাধীন বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে চারজন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে একজন, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে একজন ও পিএম উচ্চ বিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে চক্রের মূলহোতা হিসেবে কাজ করছিল মেহেদী হাসান নামে একজন।
পরে আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলা৭১নিউজ/এআর