বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ : আহত ৩

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: শাহবাগে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া।

আহত দুই শিক্ষার্থী হলেন- সরাকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলাম।

এ ছাড়া নয়জন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলেও দাবি করেছেন শিক্ষার্থীরা।

আজ সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী এ সময় মানবন্ধনে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং জলকামান নিয়ে আসে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করতে থাকে। এরপর পুলিশের পক্ষ থেকে সরে যেতে বললে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার দাবি তুলে। তখন সাতজন প্রতিনিধিকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং দুই সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু এরপরও তারা না সরে রাস্তায় অবস্থান নেন। এতে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে তাদের দেড় ঘণ্টা সময় দেওয়া হয়। এরপরও তারা সরে না যাওয়ায় তাদের উঠিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা আবারও জড় হয়ে মানববন্ধনে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন শিক্ষার্থী আহত হন এবং নয় শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫ মাসেরও বেশি সময় পার হলেও শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো নির্দেশনা পাননি, যার মাধ্যমে জানতে পারে তাদের পরীক্ষা কবে হবে? এ ছাড়া তাদের একাডেমিক সিলেবাস কী হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, প্রশ্নের ধরনই বা কেমন হবে, কেমন হবে প্রশ্নের মানবন্টন এসব কিছুই জানেন না শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ (একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন, প্রশ্নের মানবন্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজসমূহের সম্পর্ক), সম্মান দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা, সম্মান তৃতীয় বর্ষের এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, স্নাতকের আটকে থাকা সকল বর্ষের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, অধিভুক্ত কলেজসমূহের সকল তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট তৈরি, শিক্ষার মান উন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com