উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা চার দিন অনশন চালিয়ে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হওয়ায় ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে ভর্তি হওয়া এক শিক্ষার্থী নিউমোনিয়ার আক্রান্ত বলে ধারণা করছেন চিকিৎসকরা।
এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া আরও দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ। বাকীরা উপাচার্যের বাসভবনের সমানে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ভার্চ্যুয়ালি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার বিষয়ে শিক্ষার্থীরা বলেছেন, ‘আমাদের সহপাঠী ও ভাইবোনরা অনেকে অনশন করছেন। তাদের বেশির ভাগেরই শারীরিক অবস্থা ভালো নয়। তাদেরকে রেখে এভাবে আমরা ঢাকায় যেতে চাই না। ক্যাম্পাসে বসে আলোচনা করতে চাই। বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা করে সমাধান করা সম্ভব।’
এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধি দল।
বাংলা৭১নিউজ/এএস