বাংলা৭১নিউজ,শেখ আব্দুল মজিদ,সিলেট অফিস: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাহিদ আল সালাম নামে এক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল নয়টা থেকেই ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের অন্তত সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা এসে অবরোধ করে রাখে হাজারো শিক্ষার্থীরা।
দুপুর ১২টা থেকে সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্টে অবস্থান নেয় হাজার হাজার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তা দিয়ে বক্তব্য রাখেন সাবেক মেয়র বদর উদ্দিন উদ্দিন আহমদ কামরান।
কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষর্থীরা।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও চলছে অবরোধ।
বাংলা৭১নিউজ/জেএস