শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

শরীয়তপুরে ডায়রিয়ায় ২০০ জন হাসপাতালে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(শরীয়তপুর)প্রতিনিধি: চলতি মাসের ১৩ দিনে শরীয়তপুর সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২০০ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৭ জন।

শনিবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগীর উপচে পড়া ভিড়। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালের বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এর মাঝখান দিয়ে হাঁটা চলা করছে চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনরা। বেড সিমিত হওয়ায় ফ্লোরে আছেন ডায়রিয়া রোগীরা।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও স্বজনদের অভিযোগ, ভর্তির পর তাদের খাবার স্যালাইন ছাড়া আর কিছুই দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। প্রয়োজনীয় সব ধরনের ওষুধ তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তাছাড়া বাথরুম এবং হাসপাতালের ময়লা আবর্জনার গন্ধ আরও অসুস্থ করে দিচ্ছেন রোগী ও স্বজনদের।

soriatpur02.jpg

শরীয়তপুর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত নার্স আখি বিশ্বাস জানান, চলতি মাসের ১৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২০০ জন রোগী ভর্তি হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৭ জন। ডায়রিয়া ওয়ার্ডের ১০টি বেডের বিপরীতে বর্তমানে ভর্তি আছে ২০ জন। এর মধ্যে শিশু, যুবক, বৃদ্ধ ও নারী রোগী। যায়গা না থাকায় অনেক রোগী চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে

রহিমা বেগম (৩৫) নামে এক রোগী জানান, সদর উপজেলার বিনোদপুর গ্রামে তার বাড়ি। সকাল ৮টার দিকে হাসপাতালে এসে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিন্তু হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া কিছু দেয়া হয়নি তাকে। কলেরা স্যালাইন, এন্টিবায়োটিক, ইনজেকশনসহ সকল জিনিস বাহির থেকে কিনতে হচ্ছে।

হৃদয় মোল্লা (২০) নামে আরেক রোগী জানান, তিনি শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশ খান বাড়ি থেকে এসেছেন। দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেড না থাকায় ফ্লোরে ফোমের ওপর শুয়ে আছেন।

তার মা বলেন, ছেলের ডায়রিয়া হয়েছে সদর হাসপাতালে আনলাম, কিন্তু বেড নেই, ডাক্তার নেই। নার্সকে কিছু বললে ডাক্তারের কাছে যেতে বলেন। টয়লেটের অবস্থা খুবই খারাপ। যেমন দুর্গন্ধ, তেমন ময়লা জমে আছে।

soriatpur02.jpg

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহ্ বলেন, শরীয়তপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ গরম পড়ার কারণে ডায়রিয়া রোগী বেশি। এর মধ্যে শিশু, যুবক, বৃদ্ধ ও নারী রয়েছে। যার মধ্যে নারী রোগীর সংখ্যা বেশি। ডায়রিয়া ওয়ার্ডের বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় রোগীদের আন্তবিভাগের বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কিছু ওষুধ কম আছে। আশা করছি দ্রুত ডায়রিয়া রোগের ওষুধ পাব।

তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন আছে। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে পরিষ্কার করা হচ্ছে। বাড়তি রোগীদের অন্যত্র নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. খলিলুর রহমান জানান, হঠাৎ করেই দুই তিন যাবৎ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। মূলত এখন গরমের দিন, আর গরমের দিনগুলোতেই ডায়রিয়া রোগ বেশি হয়। গরমে মাছির উপদ্রব বাড়ে, খাবার সহজে নষ্ট হয়ে যায় আর খাবার সংরক্ষণের সঠিক উপায় না জানার কারণে এ সমস্যা হয়ে থাকে। ডায়রিয়া আক্রান্ত রোগীদের এখন পর্যন্ত মারাত্মক কোনো সমস্যা হয়নি।

বাংলা৭১নিউজ/এস.এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com