বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত কমলা ওরফে নূরীর (২০) মামা মো. শাহ আলম হাওলাদার বাদি হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদসহ ৪জনকে আসামী করে শুক্রবার রাতে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, ওইদিন রাতে দুই ও তিন নম্বর আসামী শাশুড়ি তাসলিমা বেগম ও ননদ মাহমুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এক নম্বর ও চার নম্বর আসামী স্বামী ইলিয়াস হাওলাদার ও শ্বশুর মোতালেব হাওলাদার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের ভাই মো. আলামিন খলিফা দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোনে জানান, খুমেক হাসপাতাল মর্গে তার বোনের ময়না তদন্ত চলছে। তাকে পূর্ব রাজাপুর গ্রামের বাবার বাড়িতে দাফন করা হবে।
উল্লেখ্য, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্বামী ও তার পরিবারের নির্যাতনের হাত থেকে বাঁচতে কমলা ওরফে নূরী (২০) নামের ওই গৃহবধু গত (৩ মার্চ) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সমস্ত শরীর দগ্ধ হয়। ওইদিগন সকাল ১০টার দিকে তাকে শরণখোলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৬দিন পর শুক্রবার (৯মার্চ) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত কমলা উপজেলা ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের মৃত মোক্তার খলিফার মেয়ে। প্রেমের সম্পর্কের মাধ্যমে একবছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে আরমান নামের তিন মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস