শপথ নিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। এ উপলক্ষ্যে কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
আজ রবিবার দুপুরে নগরের জিইসির বনজৌর রেস্টুরেন্টে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন।
বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক, বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। সঞ্চালনা করেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার হিরন্ময় ধর। কোরআন তেলাওয়াত করেন হাজি মো. নুরুল হক। গীতা থেকে শ্লোক পাঠ করেন দিলীপ কুমার ধর।
বাংলা৭১নিউজ/এসএইচ