বাংলা৭১নিউজ, ঢাকা: র্যাব, পুলিশ, বিজিবির সহযোগিতায় রাতেই শতাধিক আসনের ব্যালটে সিল মারা হয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ শতাধিক কেন্দ্রের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব অনিয়মের খবর আমরা পেয়েছি, সে হিসাবে শতাধিক আসনে রাতেই সিল মারা হয়েছে। আজকে প্রথম দেড় ঘণ্টার নির্বাচনে একতরফা সহিংস ও রক্তাক্ত নির্বাচনের আভাস পেলাম। গত রাতেও আমাদের একজনকে খুন করা হয়েছে।
রিজভী বলেন, শেখ হাসিনা বিশ্বাস ঘাতকতা ও রক্তাক্ত নির্বাচন উপহার দিবে বলেই খালেদা জিয়াকে কারাগারে ও তারেক রহমানকে মিথ্যা মামলায় আসামি করে দেশে আসতে দিচ্ছে না।
তিনি বলেন, মেজর হাফিজকে গ্রেফতারের জন্য বাসায় পুলিশ পাঠোনো হয়েছে। এ সময় ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নোয়াখালীর ভোটের অনিয়মের চিত্র তুলে ধরেন রিজভী।
অনিয়মের কেন্দ্রগুলোতে ভোট স্থগিতের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস