ইউরোপের শীর্ষ চার লিগ মিলিয়ে গত মৌসুমের সেরা চমক ছিল বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের একাধিপত্য খর্ব করে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে দলটি। মৌসুমে লেভারকুসেনের মতো চমকের পসরা সাজিয়ে বসেছে আতালান্তা। প্রতিষ্ঠিত সব পরাশক্তিকে পেছনে ফেলে ইতালির সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে তারা।
ওদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য খর্ব করে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় রাজত্ব পুনরুদ্ধারের পথে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। অবিশ্বাস্য পতনে ম্যানসিটির শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ।
প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব লিগে এ বছর আর কোনো ম্যাচ নেই। শুরু হয়ে গেছে বড়দিনের ছুটি। প্রিমিয়ার লিগে খেলা চললেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিভারপুলের বছর শেষ করা একরকম নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক ম্যাচ কম খেলে শিরোপা রেসে চার পয়েন্টে এগিয়ে অলরেডরা। ১৫ গোল করে লিগের টপ স্কোরার লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
গত পরশু রাতে টটেনহামের বিপক্ষে লিভারপুলের ৬-৩ ব্যবধানের জয়ে সালাহ করেছেন জোড়া গোল। ১৩ গোল নিয়ে আর্লিং হলান্ড দ্বিতীয় স্থানে থাকলেও শেষ আট ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের সাতে নেমে গেছে তার দল ম্যানসিটি।
সেরি-এ লিগে টানা ১১ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতালান্তা। রোববার এম্পেলিকে ৩-২ গোলে হারিয়ে তারা টপকে গেছে নাপোলিকে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান তিনে। লিগের শীর্ষ তিন গোলদাতার দুজনই আতালান্তার। মাতেও রেতেগুই ১২ ও আদেমোলা লুকমান করেছেন নয় গোল।
লা লিগায় রবার্ট লেওয়ানডোস্কি সর্বোচ্চ ১৬ গোল করলেও শেষ ছয় ম্যাচের পাঁচটিতে পয়েন্ট হারিয়ে চূড়া থেকে তিনে নেমে গেছে তার দল বার্সেলোনা। রোববার সেভিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে শীর্ষে থেকে বছর শেষ করেছে আতলেতিকো।
বুন্দেসলিগায় সর্বোচ্চ ১৪ গোল করা হ্যারি কেইনের দল বায়ার্ন মিউনিখই শীর্ষে। ১৫ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের চেয়ে চার পয়েন্টে এগিয়ে বায়ার্ন।
বাংলা৭১নিউজ/এসএকে