রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে কাউসার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারসংলগ্ন পাইটি এলাকায় এ ঘটনা ঘটে। কাউসারের বাবা আহমেদ জানান, তিনি ওই বাড়ির দারোয়ান হিসেবে চাকরি করেন। তাই এ ভবনের নিচতলায় থাকতেন তিনি।
সকালে অন্য দুই ছেলের সঙ্গে পাঁচতলার ছাদে ঘুড়ি ওড়াতে যায় কাউসার। এ সময় নির্মাণাধীন বাড়িটির ছাদ থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। পরে অন্য ছেলেদের চিৎকার শুনে ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি ডেমরা থানার পুলিশ খতিয়ে দেখছে।
বাংলা৭১নিউজ/এসএইচ