বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ

লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আশার আলো দেখা গিয়েছিল। তবে গতি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল গতিতে বাতাস বইতে পারে। 

রবিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্থনি ম্যারোন এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই বাতাসের সঙ্গে কম আপেক্ষিক আর্দ্রতা ও কম জ্বালানি আর্দ্রতা মিলিত হওয়ার ফলে পুরো লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে আগুনের ঝুঁকি অনেক বেশি থাকবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাধ্য হয়ে অন্তত দেড় লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আগুনের তীব্রতা পুরো এলাকাকে ধোঁয়াটে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ধনী, বিখ্যাত এবং সাধারণ মানুষের বাড়িঘর সমান করে দিয়েছে এবং এক ভয়াবহ দৃশ্যপট তৈরি করেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাথ বলেন, “লস অ্যাঞ্জেলেসে ১২ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি রাত কাটছে অকল্পনীয় আতঙ্ক আর ভয়ে।”

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আলাদা আলাদা ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে চারটি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি দুটি দাবানল এখনও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিমে অবস্থিত প্যালিসেইডসে দাবানলে ২৩ হাজার ৭১৩ একর জমি ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত এই দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

লস অ্যাঞ্জেলেসের পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত ইটনের দাবানল আরো ১৪ হাজার ১১৭ একর জমি পুড়িয়ে দিয়েছে। এই দাবানল ২৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। 

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, শহরের উত্তরে হার্স্টের দাবানল ৮৯ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এবং কাউন্টির অন্যান্য অংশে ছড়িয়ে পড়া আরো তিনটি দাবানল এখন ১০০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। তবে নিয়ন্ত্রণের মধ্যে থাকা এলাকাগুলোতে আবারো দাবানাল ছড়িয়ে পড়তে পারে।

কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রায় ১ কোটি বাসিন্দাকে সতর্ক করে বলেছেন, আগুন ও বিষাক্ত ধোঁয়া থেকে যে কাউকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com