বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

লটারির কথা মনেই পড়ছে না! ১ লাখ ডলার পুরস্কার জিতে হতবাক প্রৌঢ়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

অনেক সময় বড় প্রাপ্তি বিচলিত করে মানুষকে। অনেকেই মোটা অঙ্কের লটারি জেতার খবর পেয়ে অস্থির এমনকী অসুস্থ হয়ে পড়েন। কারও আবার ঘটনার অভিঘাতে কথাবার্তা বন্ধ হয়ে যায়। আমেরিকার এই প্রৌঢ়র যেমন কিছুতে বিশ্বাস হচ্ছিল না যে তিনি বিরাট অঙ্কের লটারি জিতেছেন। এমনকী তিনি যে ওই লটারির টিকিট কেটেছিলেন, তাও মনে করতে পারছিলেন না। এমনটাও হয়? কী করে সম্ভব?

জানা গিয়েছে, মিশিগানের বাসিন্দা ওই প্রৌঢ়। ৫৯ বছরের ব্যক্তি এমনিতে লটারির টিকিট কাটতে অভ্যস্ত। বহুবার ছোটখাট পুরস্কারও পেয়েছেন। তবে ১ লক্ষ ডলার পুরস্কার এই প্রথমবার। ফলে তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ঘটনাটি সত্যি। যদিও লটারি কোম্পানি ই-মেল মারফত তাকে পুরস্কার জেতার বিষয়ে বিস্তারিত জানায়। কিন্তু সমস্যা হল, কবে কখন তিনি এই লটারির টিকিটটি কেটেছিলেন তা ভুলে গিয়েছিলেন। ফলে তার ধারনা হয়, বন্ধুরা তার সঙ্গে ইয়ার্কি করছেন।

প্রৌঢ় বলেন, “লটারিতে ১ লক্ষ ডলার পুরস্কার জিতেছি, ই-মেল পাই আমি। ভেবেছিলাম বন্ধুরা বুঝি মজা করছে। যদিও এরপর লটারি কোম্পানির এক কর্মীর সঙ্গেও কথা হয় আমার। তারপরেও বিশ্বাস করতে পারছিলাম না।” যদিও পরে প্রৌঢ়র বাড়িতে ১ লক্ষ টাকার চেক পৌঁছে যায়। যার পরে তিনি বলেন, “আমার হাতে এখন ১ লক্ষ ডলারের চেক। এটা সত্যি।” এর পরে কবে তিনি লটারি টিকিটটি কেটেছিলেন সেই রহস্যেরও সমাধান হয়।

লটারি কোম্পানি মারফত প্রৌঢ় জানতে পারেন, মিশিগন লটারি অ্যাপে একটি টিকিট তিনি স্ক্র্যাচ করেছিলেন। তখনই ২৮ সেপ্টেম্বরের লটারিতে তাঁর নাম নথিভুক্ত হয়ে যায়। তা থেকেই মোটা টাকা জিতেছেন তিনি। প্রৌঢ় বলেন, “আমি এমনই একটা স্বপ্ন দেখতাম, কিন্তু তা বাস্তবে ঘটে যাবে কখনও কল্পনা করিনি।”

সূত্র: সংবাদ প্রতিদিন

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com