বাংলা৭১নিউজ,(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে রাহিমা আক্তার নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে শিশু রাহিমা নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। ওইদিন রাতে তার বাবা ফয়েজ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শনিবার সকালে বাড়ির লোকজন টয়লেটের ট্যাংকির ভেতর শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর