সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্লট দুর্নীতি শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে মামলা লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪ জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জবির প্রধান গেটে তালা চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের দান-সদকার আড়ালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন তারা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দান-সদকা ও মানবিক সাহায্য দেয়ার আড়ালে উগ্রবাদী মতাদর্শ ও জঙ্গিবাদে ধাবিত করতেন রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। তারা হলেন- সংগঠনের একটি মডিউল বা সেলের প্রধান সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও মো. ফয়জুল মোরসালিন। তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দীর্ঘদিন অবস্থান করে দাওয়াতি কার্যক্রম চালাতেন।

রোববার (২৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতার আনসার আল ইসলামের চার সদস্য সম্পর্কে এসব কথা বলেন সিটিটিসি প্রধান উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গ্রেফতার তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি শিক্ষা কোর্সে অধ্যায়ন করছিলেন। সে ২০১৫ সাল থেকে এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ২০১৬ সাল থেকে তিনি সেলের দায়িত্ব পালন করে আসছিল।

গ্রেফতার দ্বিতীয় ব্যক্তি মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ২০১৬ সাল থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত এবং ২০১৭ সালে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী এলাকায় তিন মাস কাজ করেছে। সেখানে রোহিঙ্গাদের মধ্যে দান, সদকা ও মানবিক সাহায্য দেয়ার আড়ালে রোহিঙ্গাদের উগ্রবাদী মতাদর্শ প্রচার করার জন্য দীর্ঘদিন অবস্থান করে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিল। একইভাবে গ্রেফতার ফয়জুল মোরসালিন ঢাকার একটি আলিয়া মাদরাসা থেকে আলিম পাস করে বিআইইউবিটি কম্পিউটার সায়েন্সে অধ্যায়ন করছিল এবং অনলাইন সেলে কাজ করছি।

সিটিটিসি প্রধান আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল গ্রেফতার তিনজন রাজধানীর রামপুরা এলাকায় একত্র হয়ে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে। এই তথ্যের ভিত্তিতে সিটিটিসির বিশেষ টিম আগে থেকে অবস্থান নেয় এবং তাদের গ্রেফতার করে।

রোহিঙ্গা শরণার্থী এলাকায় সরকারি বিভিন্ন সংস্থা কাজ করে। এর মধ্যেও আনসার আল ইসলামের সদস্যরা কাজ করল কীভাবে? এমন প্রশ্নের তিনি বলেন, মূলত তারা সাহায্য দেয়ার নামে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে। সাহায্য দেয়ার পাশাপাশি তারা দাওয়াত কার্যক্রম পরিচালনা করত।

গ্রেফতারকৃতরা এখন পর্যন্ত কী পরিমাণ অর্থ রোহিঙ্গাদের দান-সদকা করেছে- জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, বিভিন্ন দান-সদকা, জাকাত ও বিভিন্ন উৎস থেকে তারা অর্থ সংগ্রহ করে রোহিঙ্গাদের মধ্যে দান করত। এই তহবিল থেকে তারা রোহিঙ্গাদের মধ্যে সাহায্য কার্যক্রম চালাত।

এ পর্যন্ত কতজন রোহিঙ্গাকে তাদের মতাদর্শে আনতে সক্ষম হয়েছে- এমন প্রশ্নের জবাবে সিটিটিসির ডিআইজি বলেন, আমরা তাদের গতকালই গ্রেফতার করেছি। তারা ওই এলাকায় কার মাধ্যমে গিয়েছিল, কার কার সঙ্গে যোগাযোগ রয়েছে এসব কিছু রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পর্যন্ত তারা আমাদের কিছু তথ্য দিয়েছে তার ভিত্তিতে পরবর্তী অপারেশন করা হবে।

দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কি-না, এর জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক কানেকশন নেই। এছাড়া জঙ্গিদের সকল কার্যক্রম নিয়ন্ত্রণে আছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com