সোমবার, ১৭ জুন ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

রোমান্স করবেন ক্যাটরিনা-বরুণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজা। ‘এবিসিডি’ বা ‘অ্যানি বডি ক্যান ড্যান্স’ সিনেমা খ্যাত এ নির্মাতা এবার নাচ নিয়ে বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান।

বরুণ ধাওয়ানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও তার সঙ্গে জুটি বেঁধে কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, এতে নাচবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। কিন্তু বিষয়টি এতদিন গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

সিনেমাটি প্রযোজনা করছেন রেমো ও টি-সিরিজের ভূষণ কুমার। এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, এতে রোমান্স করবেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ । এ প্রসঙ্গে প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘সংগীত এবং নাচ দুটোই বলিউডে সমান জনপ্রিয়। সংগীতের পরিপূরক হিসেবে বলিউডে সম্পূর্ণ নাচ নির্ভর সিনেমা নির্মাণ স্বাভাবিক ছিল। প্রতিশ্রুতিশীল পরিচালক রেমো, নাচের প্রতি তার আগ্রহ রয়েছে এবং তিনি বেশ কিছু নাচের ফর্ম আয়ত্ত্ব করেছেন, যা বিস্ময়কর! বরুণ জন্মগতভাবেই একজন অভিনেতা, ভক্তরা তার নাচ পছন্দ করেন। ক্যাটরিনা কাইফ মেধাবী ও পরিশ্রমী- সেও সিনেমাটিতে আকর্ষণীয়ভাবে উপস্থিত হবেন।’

ক্যাটরিনা কাইফ বলেন, ‘রেমোর পরবর্তী প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। কাজের প্রতি বরুণের খুব আগ্রহ। সে অক্লান্ত পরিশ্রম করে পর্দায় জাদু দেখায়। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। সব মিলিয়ে আমি সিনেমাটির শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এর আগে টি-সিরিজের পক্ষ থেকে পোস্ট করা টুইটে বলা হয়, ‘টি-সিরিজের ভূষণ কুমার ও রেমো ডিসুজা এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের নাচের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। রেমো পরিচালিত সিনেমাটি ২০১৯ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে। প্রথম সারির অভিনয়শিল্পীরা এতে অভিনয় করবেন, আগামী ১৯ মার্চ তাদের নাম ঘোষণা করা হবে।’

কোরিওগ্রাফার হিসেবেই বলিউডে খ্যাতি পান রেমো। তবে পরিচালক হয়ে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। বর্তমানে ‘রেস-থ্রি’ সিনেমা পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এতে অভিনয় করছেন সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ডেইজি শাহ, ববি দেওল প্রমুখ। এ ছাড়া ‘নওয়াবজাদে’ নামেও একটি সিনেমা প্রযোজনা করছেন রেমো। এতে অভিনয় করবেন পুনিত পাঠক, ধর্মেশসহ ভারতের প্রথমসারির ড্যান্সাররা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com