বুধবার, ২৬ জুন ২০২৪, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের ধনকুবেরের পুত্রের বিয়ে: ২ লাখ টাকার মিনি ড্রেসে নজর কাড়লেন কিয়ারা পাসপোর্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সকাল থেকে ঢাকায় ঝুম বৃষ্টি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত রবি আজিয়াটা হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বরিশাল পাসপোর্ট অফিসে ছদ্মবেশে ফের দুদকের অভিযান কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে যাচ্ছে ডিবির দল খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগির কর্মসূচি: ফখরুল ‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ঈদ যাত্রার ১৩ দিনে সড়কে নিহত ২৩০ জন : বিআরটিএ প্যানারমিক সানরুফসহ যেসব সুবিধা থাকছে নতুন মাহিন্দ্রা থারে গঙ্গার পানিবণ্টন নিয়ে মমতার অভিযোগ খারিজ মোদী সরকারের মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রোমান্স করবেন ক্যাটরিনা-বরুণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডিসুজা। ‘এবিসিডি’ বা ‘অ্যানি বডি ক্যান ড্যান্স’ সিনেমা খ্যাত এ নির্মাতা এবার নাচ নিয়ে বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান।

বরুণ ধাওয়ানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও তার সঙ্গে জুটি বেঁধে কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, এতে নাচবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। কিন্তু বিষয়টি এতদিন গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

সিনেমাটি প্রযোজনা করছেন রেমো ও টি-সিরিজের ভূষণ কুমার। এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, এতে রোমান্স করবেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ । এ প্রসঙ্গে প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘সংগীত এবং নাচ দুটোই বলিউডে সমান জনপ্রিয়। সংগীতের পরিপূরক হিসেবে বলিউডে সম্পূর্ণ নাচ নির্ভর সিনেমা নির্মাণ স্বাভাবিক ছিল। প্রতিশ্রুতিশীল পরিচালক রেমো, নাচের প্রতি তার আগ্রহ রয়েছে এবং তিনি বেশ কিছু নাচের ফর্ম আয়ত্ত্ব করেছেন, যা বিস্ময়কর! বরুণ জন্মগতভাবেই একজন অভিনেতা, ভক্তরা তার নাচ পছন্দ করেন। ক্যাটরিনা কাইফ মেধাবী ও পরিশ্রমী- সেও সিনেমাটিতে আকর্ষণীয়ভাবে উপস্থিত হবেন।’

ক্যাটরিনা কাইফ বলেন, ‘রেমোর পরবর্তী প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। কাজের প্রতি বরুণের খুব আগ্রহ। সে অক্লান্ত পরিশ্রম করে পর্দায় জাদু দেখায়। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গেও আমার বোঝাপড়া ভালো। সব মিলিয়ে আমি সিনেমাটির শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এর আগে টি-সিরিজের পক্ষ থেকে পোস্ট করা টুইটে বলা হয়, ‘টি-সিরিজের ভূষণ কুমার ও রেমো ডিসুজা এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের নাচের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। রেমো পরিচালিত সিনেমাটি ২০১৯ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে। প্রথম সারির অভিনয়শিল্পীরা এতে অভিনয় করবেন, আগামী ১৯ মার্চ তাদের নাম ঘোষণা করা হবে।’

কোরিওগ্রাফার হিসেবেই বলিউডে খ্যাতি পান রেমো। তবে পরিচালক হয়ে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। বর্তমানে ‘রেস-থ্রি’ সিনেমা পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এতে অভিনয় করছেন সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ডেইজি শাহ, ববি দেওল প্রমুখ। এ ছাড়া ‘নওয়াবজাদে’ নামেও একটি সিনেমা প্রযোজনা করছেন রেমো। এতে অভিনয় করবেন পুনিত পাঠক, ধর্মেশসহ ভারতের প্রথমসারির ড্যান্সাররা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com