চট্টগ্রাম : নগরীর বটতলী নতুন রেলস্টেশন থেকে রেলের টিকিট কালোবাজারির মূল হোতা বোরহান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বেশ কিছু টিকিটি ও নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার রাতে টিকিট কালোবাজারির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তার বোরহান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের আবু সুফিয়ানের ছেলে।
রেলওয়ে থানা পুলিশের ওসি হিমাংশু দাশ রানা বাংলামেইলকে বলেন, ‘বোরহান উদ্দিন চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট কালোবাজারির মুল হোতা। তার বিরুদ্ধে জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বোরহানকে গ্রেপ্তার কারা হয়। এসময় তার কাছে তূর্ণা-নিশিতা এক্সপ্রেসের ১৯ সিটের ৯টি টিকিটি পাওয়া যায়। এছাড়া টিকিট কালোবাজারির নগদ ৪২ হাজার উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার বোরহানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে বলে জানান ওসি হিমাংশু দাশ রানা।