অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ।
পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক লিমিটেড খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক খুলনা অঞ্চলে কর্মরত ছিলেন।
তাজ উদ্দীন আহম্মদ ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।
অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল করপোরেট এবং গুলশান করপোরেট শাখাসহ বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বাংলা৭১নিউজ/এসএস