বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে শীতলক্ষ্যা নদী থেকে অপ্সাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শক্রবার রাতে উপজেলার কাঞ্চন ও আশুলিপাড়া এলাকা থেকে অপ্সাত ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ দুটি ভাসতে ভাসতে রূপগঞ্জে আসে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়।
কাঞ্চন থেকে উদ্ধার হওয়া যুবকের চোখ বাঁধা ও গলায় কস্টেপ পেঁচানো ছিলো। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই দুই যুবককে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়।
এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটন করে অপরাধীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস