যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ‘হাটাবো উপশাখা’ উদ্বোধন হয়েছে।
সোমবার (৩১ জুলাই) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম ও স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার শাখা-প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ