সোমবার, ১৭ জুন ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

রুহানিকে স্বাগত জানালেন কোবিন্দ-মোদি: সুষমার সঙ্গে বৈঠক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৬ বার পড়া হয়েছে
ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান রাম নাথ কোবিন্দ ও নরেন্দ্র মোদি।

বাংলা৭১নিউজ ডেস্ক: নয়া দিল্লিতে আজ (শনিবার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ বার তোপধ্বনির মাধ্যমে ড. রুহানিকে প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানানো হয়। এসময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

গান্ধীর সমাধিতে রুহানির শ্রদ্ধা।

গান্ধীর সমাধিতে রুহানির শ্রদ্ধা।

ড.  হাসান রুহানি সাংবাদিকদের সামনে ইরান ও ভারতকে এশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে পারস্পারিক সম্পর্কের সম্প্রসারণের ফলে উভয় দেশের জনগণ উপকৃত হবে এবং বিশেষ করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য তা লাভদায়ক হবে বলে মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক।

সুষমার সঙ্গে রুহানির বৈঠক

ইরানের প্রেসিডেন্ট রুহানি আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এসময় উভয় নেতা পারস্পারিক আগ্রহের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন।

ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা।

ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা।

তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বৈঠকে দ্বিপক্ষীয় সংলাপসহ আঞ্চলিক ইস্যুতে অন্য ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া তিনি থিংক ট্যাঙ্ক ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-র এক বৈঠকেও ভাষণ দেবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বৃহস্পতিবার ভারত সফর শুরু করেন।

বৃহস্পতিবার তিনি তেহরান থেকে হায়দারাবাদে পৌঁছান। সেখানে দুই দিন অবস্থানের পর আজ রাজধানী নয়া দিল্লি পৌঁছেছেন। হায়দারাবাদে গতকাল জুমার নামাজে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতীয় আলেমদের সঙ্গে বৈঠক করেছেন।

4bpm4170ff7b8311fcc_800C450

রুহানির সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধি দল রয়েছে। এরইমধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করেছেন। এ সময় ড. রুহানি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা অঞ্চলের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে তিনি জানান। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চান।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com