সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ ট্রাফিক আইনে একদিনে জরিমানা ৩৩ লাখ, ১৮৯ গাড়ি ডাম্পিং কুড়িগ্রামে তিন নদীর পানি বাড়ছে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ সাভারে পীরের বাড়িতে হামলা, মাজার ভাঙচুর ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলার রায় পেছাল আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ উত্তরবঙ্গের বন্যায় খরচ হবে টিএসসিতে তোলা সেই ত্রাণের টাকা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ নিউইয়র্কে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে নতুন বার্তা ভারতের নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯২ এবার আত্মসমর্পণ করলেন সাংবাদিক শফিক রেহমান মুশফিকের বিদায়ের পর মুমিনুলের ফিফটি ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত কন্যাশিশুদের চোখে দেখতে হবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি সাকিবের মোহামেডানের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুটা মোটেও সুখকর ছিল না মোহামেডানের। তবে টানা ৪ জয়ের ফলে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল সাকিব আল হাসানের দল। মঙ্গলবার জ্যাক লিনটটের ঘূর্নিতে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়েছে মোহামেডান। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে সেরা ৬-এ ওঠে এলো সাকিবের দল। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এদিন ব্রাদার্স ইউনিয়নকে ১৯১ রানের লক্ষ্য দেয় মোহামেডান। অল্প পুঁজি ডিফেন্ড করতে গিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। ১২ রানের মাথায় তানজিদ হাসান তামিমকে ফেরান তারকা এই অলরাউন্ডার। এরপর সাব্বির হোসেনকে নিয়ে এগোতে থাকেন আনিসুল ইসলাম। তবে সেই জুটিতে আবারো আঘাত সাকিবের।

১২ রানে ব্যাট করতে থাকা সাব্বির ফিরে যান ইমরুলের হাতে ক্যাচ দিয়ে। এরপর জাহিদউজ্জামানকে নিয়ে জুটি গড়েন আনিসুল। তাদের ব্যাটে ব্রাদার্স পার করে দলীয় একশ রান। এরপরই লিনটটের ঘূর্নিতে বিধ্বস্ত হয়ে যায় ব্রাদার্সের ব্যাটাররা। প্রথমেই জোড়া আঘাতে ফেরেন আনিসুল ও জাহিদ। এরপর একে একে নাদিফ, আরাফাত সানি ও রাহাতকেও ফেরান লিনটট। 

১৫২ রানে ৮ উইকেট হারানোর পর মিনহাজুল আবেদিনের ব্যাটে কিছুটা আশার আলো দেখেছিল ব্রাদার্স। যদিও শুভাগত হোম এসে দলীয় ১৭০ রানে তাকে ফিরিয়ে মোহামেডানকে ম্যাচে ফেরান। এরপর মিরাজকে ছক্কা হাঁকাতে গিয়ে ১৮০ রানে আব্দুল গাফফার বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন। এতেই মোহামেডানের জয় নিশ্চিত হয়ে যায়। ৩৭ রানে ৫ উইকেট নেন লিনটট।  

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মোহামেডান। তবে সেই বিপর্যয় সামলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিবের ব্যাট। ঘুরে দাঁড়ায় মোহামেডান। যদিও শেষ পর্যন্ত মোহামেডান অলআউট হয় ১৯০ রানে। রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর লিনটট ৫২ বলে করেন ২৮ রান। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন মোহর শেখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com