বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় জাতির স্বার্থে সংসদে অর্থমন্ত্রীর ব্যাখা দাবি করেছেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
রোববার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে অনির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘অর্থমন্ত্রী এর দায়িত্বে আছেন। তাকেই এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ, আমরা জানি। কিন্তু জাতিকে তো আশ্বস্ত করতে হবে- আমরা কত দিনের মধ্যে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফিরে পাব।’
রুস্তম আলী ফরাজী বলেন, ‘তদন্ত প্রতিবেদনের বিষয়ে আমরা এখনো জানি না। আমি মনে করি, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের এখানে দুর্বলতা আছে। তাদের কম্পিউটার সিস্টেম, সার্ভার সিস্টেম কীভাবে আরেকজন হ্যাক করল? এখানে তো ফায়ারওয়াল নামে প্রকেটশন থাকে। সেখানে তারা কী করে ঢুকল, তা আমরা বুঝতে পারি না। তাই এটার জন্য অর্থমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া দরকার।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এই টাকা আনার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে সে পরিবেশ তৈরি হয়েছে। প্রয়োজন হলে এর সঙ্গে যে বিদেশিরা জড়িত, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। বাংলাদেশের আইন এবং তাদের আইনের সামঞ্জস্য করতে হবে। প্রথমত, আমরা চাই রিজার্ভের টাকা ফেরত আসুক। দ্বিতীয়ত, এই ঘটনার সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে এভাবে হেলাফেরা করা চলবে না।’
‘এটা ছোট সিগন্যাল। এটা মনে হয়, চার বা পাঁচ রিখটার স্কেলে ভূমিকম্প। তাতেই আমাদের ভয় লাগে। এটা সাতের ওপরে চলে গেলে কী হবে? সুতরাং এটা যারা করেছে, তাদের সিন্ডিকেট আছে। এই হ্যাকাররা বিশ্বব্যাপী এই ধরনের চুরির সঙ্গে জড়িত। এখন আমাদের সরকারকে সতর্ক হতে হবে। ভবিষ্যতে যাতে হাজার হাজার কোটি টাকা আর ওই ব্যাংক থেকে নিতে না পারে’, বলেন এই স্বতন্ত্র সংসদ সদস্য।
বাংলা৭১নিউজ/এসএস