রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

রাস্তা নির্মাণে বালুর বদলে মাটি!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে গ্রামীণ রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধুমাত্র বালুর পরিবর্তে পাহাড়ের মাটির ব্যবহার করেই থেমে যায়নি এ ঠিকাদার, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তা নির্মাণে নিম্নমানের ইটেরও ব্যবহার করছেন। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ১নং চৌংড়াছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় সরেজমিনে ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীন গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হেরিং বোন (এইচবিবিকরণ) প্রকল্পের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করছে। চৌংড়াছড়ি ইউনিয়নের আবু বক্করের দোকান থেকে নোয়াপাড়া পর্যন্ত ১ হাজার মিটার এইচবিবিকরণ কাজের ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ৩শ টাকা।

স্থানীয়রা অভিযোগ করে জানান, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা শেষে রাস্তাটির কাজ শুরু হলেও এ রাস্তা কতোদিন টিকবে তা বলা মুশকিল। রাস্তা নির্মাণে নিম্নমানের ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে পাহাড়ের মাটি। সামান্য বৃষ্টিতেই রাস্তার মাটি ধুয়ে চলে যাবে।

Road-pic-(2)

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহালছড়ির চৌংড়াছড়ির নোয়াপাড়া এলাকায় কয়েকজন শ্রমিক গ্রামীণ সড়কে এইচবিবি করণের কাজ করছে। রাস্তা নির্মাণে দুই স্তরের ইট দেয়া হলেও নিচের স্তরে নিম্নমানের (দুই নম্বর) ইট বসানো হচ্ছে। উপরের স্তরে ১নং ইটের ব্যবহার করা হলেও রাস্তায় বালুর পরিবর্তে দেওয়া হচ্ছে পাহাড়ের মাটি।

এ বিষয়ে জিজ্ঞেস করতেই নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের সাফ জবাব ঠিকাদার আমাদের কাজের জন্য যা সরবরাহ করছেন আমরা তা দিয়েই কাজ করছি। তবে শ্রমিকদের দাবি পাহাড়ের মাটি রাস্তার জন্য উপযোগী।

মহালছড়িতে কোনো বালু মহাল না থাকায় পাহাড়ের মাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করে ঠিকাদার মো. শাহাদাত হোসেন বলেন, মাঝে মাঝে নিম্নমানের ইটের ব্যবহার করা হয়ে থাকতে পারে। যা ইচ্ছাকৃত নয়। ইটভাটা থেকে সরবরাহকৃত ১ নম্বর ইটের সঙ্গে ২ নম্বর ইট থাকতে পারে।

রাস্তার কাজে বালুর পরিবর্তে পাহাড়ের মাটি ব্যবহার করার কোনো সুযোগ নেই জানিয়ে মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) রাজ কুমার শীল জানান, যদি রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয় তাহলে তা তুলে ফেলা হবে। ভালো মানের ইট দিয়েই কাজ শেষ করতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (অ.দা.) মুহাম্মদ আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টিম পাঠানো হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। খারাপ কাজ করলে পুনরায় কাজ করতে হবে।

বাংলা৭১নিউজ/এম বিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com